১৮ অক্টোবর, ২০১৯ ২২:০৫

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে শেখ রাসেল স্মৃতি নৌকা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় রাঙামাাটি শহীদ মিনার ঘাটে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম।

রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী, সিভিল সার্জন ড. শহীদ তালুকদার, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য-বাস্তবায়ন হারুন নুর রশিদ, জেলা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজ্বী মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, রাঙামাটি পৌর প্যানেল মেয়র মো.জামাল উদ্দিন প্রমুখ।

অন্যদিকে, নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই কাপ্তাই হ্রদের পাড় জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষের ঢল নামে হ্রদ এলাকায়। কেউ নৌকাই চরে, কেউ স্পিট বোড নিয়ে, আবার কেউ ঘাটে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী উপভোগ করেন মনরোম নৌকাবাইচ প্রতিযোগিতা। এসময় মানুষের আনন্দ উল্লাসের আমেজ ছড়িয়ে পরে পুরো রাঙামাটি শহরে। দূর-দূরান্তের প্রতিযোগিতা দেখতে আসেন পাহাড়ি-বাঙালি, তরুণ-তরুণীরা। মেতে উঠেন আনন্দ উল্লাসে।

এ নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ বড় নৌকায় ২১ জন, নারী বড় নৌকায় ১৫ জন, পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ২ জন করে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষ বড় নৌকায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা ও নারী বড় নৌকায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা জিতে নেয়। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর