জয়পুরহাটে বালু ব্যবসায়ী রেজোয়ান হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমসহ তিনজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ‘খ’ অঞ্চল আমলি আদালতের বিচারক তৌফিকুল ইসলাম এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে পাঁচবিবি রোডের জিয়ার মোড় এলাকায় অটোরিক্সা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে রেজোয়ানকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর রেজোয়ানের মা রোজিনা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ওই হত্যা মামলায় খোরশেদ আলম সৈকত ১ নং আসামি ছিলেন। পরে হাইকোর্টে মামলাটি আনয়ন করলে ২১ অক্টোবর আসামিদের ২ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলে ৩ আসামি আদালতে আত্মসমর্পণ করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব