ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাতা ইউনিয়নের বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তিন বখাটের নামে মামলা হয়েছে। ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৫।
মামলার আসামিরা হলেন- শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামের প্রতিবেশি শ্রীনাথ বালার ছেলে রিপন বালা (২২), অমর বালার ছেলে তন্ময় বালা (২০) ও অমল বালার ছেলের লিংকন (১৬)। আসামিরা গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী স্কুলে কোচিং শেষে বাড়ি ফেরার পথে রাস্তা আটকিয়ে হাত ধরে টানাহেঁচড়া করে। এরপর সে ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম