বাবার হাত ধরে বোনদের বিদায় করে বাড়ি ফেরা হলো নাছোট্ট মাইসার। জেএসসি পরীক্ষা চলায় দু’বোনকে বুধবার সকালে বাবার হাত ধরে এগিয়ে দিতে যায় মাইসাও। নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার ফাজিলপুর নামক স্থানে ট্রাকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার খলিশাপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আজিজুল ইসলাম জেএসসি পরীক্ষার্থী দুই কন্যাকে বাসে তুলে দিতে মূল সড়কে যান। এ সময় পাঁচ বছর বয়সী তৃতীয় মেয়ে মাইসাও হাত ধরে বাবার সাথে যায়। পরে তাদেরকে বাসে তুলে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে দূর্গাপুরগামী খালি একটি বেপরোয়া ট্রাক মাইসাকে চাপা দিয়ে পালিয়ে যায়। হাত ধরা মেয়েটিকে বাঁচাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আজিজুল ইসলাম।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, সড়কটি ভালো হওয়ায় আঞ্চলিক সড়ক থেকে জাতীয় মহাসড়কে উন্নীত হয়েছে। যার ফলে রাস্তার মান আগের থেকে অনেক ভালো হয়েছে। এই ভালো রাস্তা ব্যবহার করে যারা গাড়ী চালায় তারা গাড়ীর স্পিড বাড়িয়ে দিয়েছে। এটি একটি আপদে পরিণত হয়েছে। এ বিষয়ে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যাবস্থা করছি। পুলিশও কাজ করছে।
বিডি-প্রতিদিন/শফিক