বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে ভিকটিম বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রামবাসী মামলায় অভিযুক্ত শামিম আহম্মেদ (২৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
অভিযোগে জানা যায়, বিগত এক বছর ধরে স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়েন শামিম আহম্মেদ। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এমনকি বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণও করা হয়। গতকাল মঙ্গলবার রাতে শামিম পুনরায় ওই নারীর বাড়িতে যায়। এসময় বিয়ের কথা বললে শামিম তা অস্বীকার করলে ওই নারী চিৎকার শুরু করে। এতে স্থানীয়রা শামিমকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় অভিযুক্তকে আটক করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল বৃহস্পতিবার বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক