সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত বাগাতিপাড়া উপজেলা। এই জনপদে কেউ দুর্নীত করে বাঁচতে পারবে না। তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যেগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ র্শীষক আলোচনা সভায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন।
বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার জিমনেশিয়াম হল রুমে বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ শীষক মতবিনিময়ে আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। উপস্থিত ছিলেন নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোঃ আব্দুর রউফ সরকার, আগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন , বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার