পটুয়াখালীতে খালের পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় খালে মাছ ধরতে বের হয়ে একজন লাইটের আলোতে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানায়, মরদেহটি একজন পুরুষের, তবে এখনও কিছু বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন