কুষ্টিয়ার ভেড়ামারায় জেএসসি পরীক্ষায় অনৈতিক কর্মকাণ্ডের দায়ে এস এম আব্দুল মোনায়েম নামে এক স্কুল শিক্ষককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ বছরের জন্য সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের হালিমা বেগম একাডেমিতে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল মারুফ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভেড়ামারা শহরের হালিমা বেগম একাডেমি স্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম আব্দুল মোনায়েম নিজ প্রাইভেটের ছাত্রীকে প্রতিদিন সহায়তা করতেন। এর দায়ে আজ সকালে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ মতে অর্থদণ্ড ও ১ বছর সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা