বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাহিত্যিক অধ্যাপক মালেক মেহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অধ্যাপক মালেক মেহমুদ দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। দেশে এবং বিদেশে চিকিৎসাও করেছেন তিনি। গত সপ্তাহে আবারও অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৬টার সময় রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
অধ্যাপক মালেক মেহমুদের বাড়ি বাগমারা উপজেলার মচমইল গ্রামে। তিনি মচমইল ডিগ্রি কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবি মালেক মেহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক, কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমি প্রমাণিক, সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।
বিডি প্রতিদিন/ফারজানা