ময়মনসিংহের হালুয়াঘাটে বাল্যবিয়ে পড়ানোর দায়ে মো. আব্দুস সালাম সরকার (৪৮) নামে এক কাজীর ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আব্দুস সালাম সরকার উপজেলার বিলডোরা গ্রামের মৃত আব্দুস ছোবহান সরকারের ছেলে। জানা যায়, ধোবাউড়া উপজেলার গোস্তাবহুলী গ্রামের মো. আজমত আলীর পুত্র রাসেল মিয়া সাথে হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে দাড়িয়াকান্দা এলাকার কেরামত আলীর কন্যা ও বিলডোরা মাস্টার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী শাপলা (১৪) এর বিয়ের ধুমধাম চলছিল বাড়িতে। ভুক্তভোগী স্কুলছাত্রী রাজি না থাকলেও বর ও কনের পরিবারের সম্মতিতেই চলে বিয়ের আয়োজন। স্থানীয়ররা বাল্যবিয়ের বিষয়টি গোপনে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোকজন কৌশলে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত কাজীকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারা অনুযায়ী বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ আইনের ১১ ধারা লঙ্ঘনের অপরাধে দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযুক্ত কাজীর নিবন্ধন বাতিল বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে। এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সাজাপ্রাপ্ত কাজীকে থানা থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক