ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ উদযাপন বিষয়ক বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম, শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/শফিক