কুষ্টিয়ায় বিজিবির বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৯ এ চট্টগ্রাম রিজিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার মিরপুরস্থ বিজিবি’র ৪৭ ব্যাটালিয়ন বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে যশোর রিজিয়নকে ৪৬-৬৭ পয়েন্টে পরাজিত করে চট্টগ্রাম রিজিয়ন।
পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন যশোর রিজিয়ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. জালাল গনি খান।
এ সময় কুষ্টিয়া সদর দফতরের সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান, বিজিবি ৪৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু বিন ফয়সালসহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
‘সুস্থ দেহ সুস্থ মন ক্রীড়াই জীবন, ক্রীড়া আনে সবার মাঝে মৈত্রীর বন্ধন’ এই শ্লোগানে বিজিবি’র ৪৭ ব্যাটালিয়ন এই বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম