কুষ্টিয়ায় ঘুষ গ্রহণকালে সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এবং অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে গ্রেফতার করেছে দুদক। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা দুদকের এই অভিযানে আটকদের তল্লাশি চালিয়ে ঘুষের ১ লাখ ৪ হাজার ৪ শত টাকা উদ্ধার করেছে দুদকের অভিযানিক দল।
এসময় সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
দুদকের উপ-পরিচালক মো. যাকারিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা শেষে সংবাদ মাধ্যমে বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে যে সদর সাব- রেজিস্ট্রি অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। বিষয়টি দুদক সদর দফতরকে অবহিতপূর্বক অভিযানের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে এখানে অভিযানকালে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষ হিসেবে গৃহীত টাকাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সৌপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম