বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা পুলিশের অভিযানে ডাকাতিসহ ৩ মামলার আসামি মানিক হাওলাদার (৪০) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর সাতহাজার বিঘা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার মনিক কাজীরহাট থানার কুদিঘাটা এলাকার আব্দুল মালেক পেশকারের ছেলে।
কাজীরহাট থানার ওসি মো. আনিসুল ইসলাম জানান, মানিক একটি ডাকাতিসহ ৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার