দক্ষিণ আফ্রিকায় ডাকাতের পেট্রোলের আগুণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিবচরের রহিম খান (৩৮) নামে আরও এক প্রবাসী মারা গেছেন। বাংলাদেশ সময় বুধবার ( ৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রহিম খানের ছোট ভাই শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রহিম খান মাদারীপুর জেলার শিবচরের চরশ্যামাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে। একই ঘটনায় গত ২২ অক্টোবর চিকিৎসাধীন একই উপজেলার ইমরান খলিফা নামের একজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর সোমবার রাতে ডাকাতি শেষে দোকানে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অস্ত্রধারী একদল ডাকাত। ওই সময় অগ্নিদগ্ধ হলে ইমরান খলিফা নামে শিবচরের এক যুবক পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। গুরুতর আহতাবস্থায় রহিম খানকে হাসপাতালে ভর্তি করা হলে ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার (৬ নভেম্বর) বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই শফিকুর রহমান বলেন, আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার বিকেলে তার মৃত্যুর খবর পাই। রহিম খান প্রায় ছয় বছর ধরে দক্ষিণ আফ্রিকায় দোকান করতো। দেড় বছর আগে একবার সে বাড়ি এসেছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার