দায়িত্ব গ্রহণের প্রায় তিন মাসের মাথায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (এমঅ্যান্ডআই) মহাব্যবস্থাপক (জিএম) এবিএম কামরুজ্জামানকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নতুন ব্যবস্থাপনা পরিচালক এবিএম কামরুজ্জামান যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম-মাইন অপারেশন) আবু তালেব ফারাজী এর সত্যতা নিশ্চিত করে জানান, পেট্রোবাংলা-৫ এক অফিস আদেশে ফজলুর রহমানকে পেট্রোবাংলায় এম অ্যান্ড আই বিভাগের জিএম হিসেবে বদলি করে। একই সঙ্গে পেট্রোবাংলার এমঅ্যান্ডআই বিভাগের জিএম এবিএম কামরুজ্জামানকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই শ্রমিক অসন্তোসের মুখে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) থেকে ফজলুর রহমানকে মধ্যপাড়া খনিতে বদলি করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/মাহবুব