বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাপায় পা হারালেন মোটরসাইকেল আরোহী এক ধান ব্যবসায়ী। আক্কাস আলী সরদার (৩৫) নামের ওই ব্যবসায়ী নাটোরের সিংড়া উপজেলার হাটপুকুড়িয়া গ্রামের আজাহার আলী সরদারের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর সড়কে মথুরাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
আক্কাস আলীর বড় ভাই আবু হানিফ জানান, আক্কাস মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে মথুরাপুর নামকস্থানে নাটোরগামী বিআরটিসির একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত আক্কাসকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালের চিকিৎসকরা অপারেশন করে আক্কাসের বাম পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন।
বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল জানান, গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসকরা রোগীর অবস্থা বিবেচনায় তার বাম পা কেটে ফেলতে হয়েছে। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত