সরকারি আদেশ অমান্য করে কোচিং এবং প্রাইভেট পড়ানোর দায়ে বগুড়ায় ৫ শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ৮টায় বগুড়া শহরের সেউজগাড়ি এবং কামারগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। দুই ঘণ্টার অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান। জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
শিক্ষকেরা হলেন সেউজগাড়ি এলাকার অর্থনীতি বিষয়ের আলতাব হোসেন (৪৫), হিসাব বিজ্ঞানের খোকন (২৩), কামারগাড়ি এলাকায় রিপন মিয়া (৩৪),ওয়াজেদ আলী শ্রাবণ (৩২) এবং রাজু আহমেদ (৩৪)। অভিযানের সময় আরও দুইজন শিক্ষক পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান জানান, সরকারি আদেশ অমান্য করায় দন্ডবিধি ১৮৮ ধারায় তাদের অর্থদন্ড দেয়া হয়। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ বলেন, ‘সরকারি আদেশ অমান্য করলে কাউকে ছাড়া দেয়া হবে না।’ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার