টাঙ্গাইলে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে জেলা যুবলীগ আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির, সদর থানা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বিডি প্রতিদিন/কালাম