পিয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় সাতমাথায় বাসদ জেলার আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম টিটুর সভাপতিত্বে এই মানববন্ধন সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা সদস্য সচিব সাইফুজ্জামান পিকুল জেলা সদস্য দিলরুবা নূরী, শ্যামল বর্মন, রাধারানী বর্মন, ধনঞ্জয় বর্মন প্রমুখ।
সমাবেশে বক্তারা বাজারে নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও মজুমদার, মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ এবং গণবণ্টন ব্যবস্থার চালু, পিসিবিকে কার্যকর করে সারাদেশে পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের দাবি জানান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ