সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে সাংবাদিক, ব্যবসায়ী ও কমিনিউটি পুলিশিং নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দখার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল রায়হান, সহকারী পুলিশ সুপার (পবি) সাইফুল ইসলাম, ডি আইও (১) একে এম মিজানুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, টংগীবাড়ি থানার অফিসার ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন, লৌহজং থানার অফিসার মো. আলমগীর হোসাইন, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হোয়েত উল্লাহ ভুইয়া, ডি আইও (২) প্রানবন্ধু দাস, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর কুমার গাঙ্গলী, জেলার স্পেশাল পিপি অ্যাডভোকেট লাবলু মোল্লা, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনীসহ সাংবাদিকবৃন্দ।
এছাড়া মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমানসহ ৬ উপজেলা ও ২ পৌরসভার ব্যবসায়ী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কাজে ব্যঘাত ঘটানোর জন্য সারাদেশে একটি চক্র দ্রব্যমূল্যসহ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে। আপনারা সেই গুজবে কান দিবেন না। যারা গুজব ছড়াচ্ছেন তাদেরকে নিকটস্থ থানায় সোপর্দ করুন এবং পুলিশকে তথ্য দিয়ে অপ-প্রচারকারীদের ধরিয়ে দিয়ে সহযোগিতা করুন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম