বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, খালেদা জিয়া ন্যায় বিচার পায়নি। ষড়যন্ত্রমূলক একটি মামলায় বিনা দোষে কারাগরে রয়েছেন। মানি লন্ডারিং'র সাথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কোন সম্পর্ক নাই।
শনিবার দুপুরে জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, অভিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এবং আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
জেলা বিএপির সভাপতি ও যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি আলহাজ্ব মনজু এলাহী, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন ভুইয়া, সহ-সভাপতি শাহেন শাহ শানু প্রমুখ। এসময় জেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ