বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ১০ টাকা বাকি না দেওয়ায় আব্দুল আলী (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসককে পিটিয়ে জখম করা হয়েছে। এসময় চিকিৎসকের লোকজনের মারপিটে সেকেন্দার আলী (৩৫) নামের এক ক্রেতাকেও জখম করা হয়।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ভরতেতুলিয়া বাজারে গ্রাম্য চিকিৎসক আব্দুল আলীর ওষুধের দোকানে একই গ্রামের সেকেন্দার আলী ওষুধ কিনতে যায়। সেই দোকানে সেকেন্দার ৬০ টাকার দামের ওষুধ কিনে ৫০ টাকা জমা দেন। ১০ টাকা বাকি রাখেন। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ক্রেতা সেকেন্দার আলীসহ তার দুই ভাই ক্ষিপ্ত হয়ে গ্রাম্য চিকিৎসক আব্দুল আলীর মাথায় লাঠি দিয়ে জখম করে। এ সময় চিকিৎসকের লোকজনও তাদেরকে জখম করে। এতে চিকিৎসক আব্দুল আলী ও ক্রেতা সেকেন্দার আলী গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
নন্দীগ্রাম থানা ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, মারপিটের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ