হাওর অধ্যুষিত, ছোট বড় টিলা ও পাহাড় বেষ্টিত কৃষি সমৃদ্ধ মৌলভীবাজার জেলায় কৃষি বিভাগে জনবল সংকট থাকার কারণে ব্যহত হচ্ছে কৃষি সেবা। যার ফলে প্রকৃত কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার সাতটি উপজেলার মাঠ পর্যায়ের কৃষকরা।
জেলার সাতটি উপজেলায় দীর্ঘদিন ধরে মাঠ পর্যায় কর্মরত উপ-সহকারীর কৃষি কর্মকর্তাদের অর্ধেক পদ খালি। খালি পদগুলো অতি দ্রুত পূরণ করা না হলে এ জেলার কৃষকরা কৃষিক্ষেত্রে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং সঠিক পরামর্শের অভাবে কৃষকরা দিন দিন ক্ষতিগস্ত হচ্ছেন।
জেলা কৃষি অফিস সূত্র জানায়, জেলায় বোরো মৌসুমে বোরো ধান চাষের জন্য রয়েছে এশিয়ার বৃহত্তর হাওর হাকালুকি, কাউয়া দিঘি, বাইক্কা বিল, হাইল হাওর, করাইয়ার হাওর, বড় হাওরসহ মোট ৬টি হাওর। হাওরগুলোতে গত বোরো মৌসুমে ৪৯ হাজার ৮৩৫ হেক্টর জমিতে উফশী ও স্থানীয় জাতের ৩২১ হেক্টর এবং হাইব্রিড জাতের ধান চাষ হয়েছিল ২৪৬৬ হেক্টর। চলতি মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে ১ লক্ষ ১ শত ৫০ হেক্টর জমিতে। এছাড়া জেলার জুড়ি, বড়লেখা কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হয় ১৪৬টি কমলা বাগানে সুস্বাদু কমলার। জেলর টিলাগুলোতে রয়েছে ৩২০টি মালটা ও ১ হাজার ৮ শত লেবুর বাগান এবং খাসিদের পান চাষ। প্রায় ৯ হাজার হেক্টর জমিতে টমেটো, বেগুন, আলুসহ বিভিন্ন রকম সবজি চাষ হয়।
সূত্র আরো জানায়, মৌলভীবাজার সাতটি উপজেলায় মাঠ পর্যায় কর্মরত উপ-সহকারী পদে অনুমোদিত ২০৫ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ১০৪ জন।পদ শূন্য রয়েছে ১০১। সদর উপজেলায় মাঠ পর্যায় উপ-সহকারী পদে অনুমোদিত ৩৭ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ১৮ জন। পদ শূন্য রয়েছে ১৯ জনের। কুলাউড়ায় মাঠ পর্যায় উপ-সহকারী পদে অনুমোদিত ৪০ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ১৬ জন।পদ শূন্য রয়েছে ২৪ জনের। ঊড়লেখায় মাঠ পর্যায় উপ-সহকারী পদে অনুমোদিত ৩০ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ১৬ জন।পদ শূন্য রয়েছে ১৪ জনের। জুড়িতে মাঠ পর্যায় উপ-সহকারী পদে অনুমোদিত ১৮ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ৮ জন। পদ শূন্য রয়েছে ১০ জনের।
রাজনগরে মাঠ পর্যায় উপ-সহকারী পদে অনুমোদিত ২৪ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ১২ জন।পদ শূন্য রয়েছে ১২ জনের। শ্রীমঙ্গলে মাঠ পর্যায় উপ-সহকারী পদে অনুমোদিত ২৮ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ১৫ জন।পদ শূন্য রয়েছে ১৩ জনের। কমলগঞ্জে মাঠ পর্যায় উপ-সহকারী পদে অনুমোদিত ২৮ জন কর্মকর্তার মধ্যে কর্মরত আছেন ১৯ জন। পদ শূন্য রয়েছে ৯ জনের।
মৌলভীবাজার কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, কাজী লুৎফুল বারী জানান, মৌলভীবাজারে ২০৫টি কৃষি ব্লক রয়েছে। মাঠ পর্যায় উপ- সহকারী কৃষি কর্মকর্তাদের সংকট রয়েছে যার কারণে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ২টি ব্লকে আবার কোথাও ৩টি ব্লকের দায়িত্ব পালন করছেন। জনবল সংকট থাকার কারণে কিছুটা হলেও মাঠ পর্যায় সেবা ব্যহত হচ্ছে। তবে সীমিত জনবল দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাঠ পর্যায় কৃষকদের সেবা দিতে।
বিডি প্রতিদিন/হিমেল