নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর বাজারের ভাঙ্গারি গোডাউন আগুনে সব মালামাল ভস্মিভুত হয়েছে। এতে করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভবানীপুর বাজারের খন্দকার রিপন এর ভাঙ্গারির গোডাউনে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ভবানীপুর বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী খন্দকার রিপনের ভাঙ্গারি গোডাউনে হঠাৎ করে এলাকাবাসী আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। এতে নিমিশের মধ্যেই আগুন গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে গুডাউনের সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও তিনি ধারণা করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ