বরিশাল নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ে কৃষক দলের মতবিনিময় সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে যুব ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার রাত পৌনে ৮টার দিকে এই হামলায় দক্ষিণ জেলা কৃষক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক মহসিন আলম আহত হয়। এ সময় হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।
দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন আলম জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ২ দিনের সফরে বরিশাল এসেছেন। বিকেলে ঝালকাঠীতে বিএনপির কর্মী সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় বরিশাল বিএনপি কার্যালয়ে উত্তর ও দক্ষিণ জেলা কৃষক দলের সাথে মতবিনিময় সভার কথা ছিল আব্দুল আউয়াল মিন্টুর। মিন্টু এসে পৌঁছানোর আগেই কৃষক দলের সভার প্রস্তুতি চলছিল। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন ও বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রিন্সের নেতৃত্বে যুব ও ছাত্রদলের একদল নেতাকর্মী আকস্মিক দলীয় কার্যালয়ে ঢুকে কৃষক দলের সভায় হামলা চালায়। হামলাকারীরা তাকে (মহসিন আলম) সহ অন্যান্যদের মারধর এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনকেও হামলাকারীরা অপদস্থ করে বলে অভিযোগ করেন কৃষক দল নেতা মহসিন।
হামলার অভিযোগ অস্বীকার করে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, কৃষক দলের সভায় পোলাপানের মধ্যে একটু বাদানুবাদ এবং হাতাহাতি হয়েছে। এ কারণে তাদের সভা বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার