তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী সুমনা হক (৯) হত্যার বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে ডিসি-এসপি বরাবর স্মারকলিপি দিয়েছেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে জেলার বড় মাঠ প্রাঙ্গণ থেকে ঠাকুরগাঁও সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জর্জ কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
এরপর জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে আবারও স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ সুপার মনিরুজ্জামান বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করেন তারা। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ জেলা বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
স্মারকলিপিতে শিশু সুমনা হক হত্যাকারীদের দ্রুত কঠোর শাস্তি সহ এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুমনা হক গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। রিয়াজ আহম্মেদ কানন একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন