ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটেছেন মানবতার ফেরিওয়ালা জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
প্রতিদিন রাতেই জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে এসব শীতবস্ত্র (লেপ ও কম্বল) বিতরণ করছেন তিনি। এ সময় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে সহযোগিতা করছেন।
শীতবস্ত্র পেয়ে গ্রামের মানুষজন জানান, রাতে হঠাৎ অনেক গাড়ি দেখে আমরা চমকে যাই। পরে দেখি ডিসি শীতবস্ত্র (লেপ ও কম্বল) নিয়ে এসেছেন আমাদের জন্য। এই প্রথম আমাদের গ্রাম গুলোতে ডিসি গভীর রাতে ডেকে ডেকে শীতবস্ত্র চাওয়ার আগেই তা দিয়ে গেলেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহে ঠাকুরগাঁওয়ে প্রচণ্ড পরিমাণে শীতের তীব্রতা বেড়েছে। দিনের বেলায় সামান্য রৌদ্র থাকলেও সন্ধ্যার পরই ক্রমশ বাড়ছে শীত। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে শীতের তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। জেলার একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন