কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এবং দাদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ইউনিয়নবাসীর বিভিন্ন অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. মনিরুজ্জামান, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম