বগুড়ায় পৌর এলাকার মধ্যে থাকা একটি ইটভাটা ভেঙে উচ্ছেদ এবং অপর একটি ইটভাটার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার পৌর এলাকা সুজাবাদে অবস্থিত ইটভাটায় জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পৌর এলাকার মধ্যে ইটভাটা থাকায় উচ্ছেদ এবং নিয়ম না পালন করায় জরিমানা করা হয়।
বগুড়ায় অবস্থিত পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মোকবুল হোসেন জানান, চলতি মৌসুমে ইট পোড়ানোর জন্য আর ১০টি ইটভাটার মতোই আগুন দিয়েছিল বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ এলাকায় অবস্থিত ‘এবিএফ-২’ নামের ইটভাটা। কিন্তু ভাটাটি পৌর এলাকায় অবস্থিত হওয়া, সরকার কর্তৃক নিষিদ্ধ ফিক্সড চিমনী, সর্বপরি ইট পোড়ানোর লাইসেন্স এবং পরিবেশ অধিদফতরের অনুমতি নাই। তাই অবৈধ ইটভাটাটি মঙ্গলবার দুপুরে গুড়িয়ে দেয় প্রশাসন। এসএম ব্রিক্স নামের ইটভাটার এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত