২৮ জানুয়ারি, ২০২০ ১৮:২৯

শরীয়তপুরে সড়কের উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে সড়কের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চৌরঙ্গী মোড় থেকে স্বর্ণঘোষ দিঘীর পাড় পর্যন্ত আলহাজ্ব অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সড়কের উদ্বোধন করা হয়েছে। 

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সড়কটি উদ্বোধন করেন।

জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে আলহাজ্ব অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সড়কটি করতে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৭ হাজার ৩৭০ টাকা। 

এছাড়া কোর্ট চত্বর পুলিশ বক্স হতে আটং বুড়িরহাট সড়ক পর্যন্ত ৬ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকা ব্যয়ে জাতীয় নেতা আব্দুর রাজ্জাক সড়ক, পালং উত্তর বাজার হতে কানার বাজার পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৩৩৭ টাকা ব্যয়ে শহীদ মুক্তিযোদ্ধা আবু তাহের সড়ক, ২ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৯০৪ টাকা ব্যয়ে পালং স্কুল রোড হতে প্রেমতলা পর্যন্ত সড়ক, ২ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৭১৪ টাকা ব্যয়ে বাসস্ট্যান্ড হতে কুরাশী বালাখানা পর্যন্ত সড়ক, ৭২ লাখ ৩ হাজার ৪২৮ টাকা ব্যয়ে বন বিভাগ সওজ রাস্তা হতে আংগারিয়া গার্লস স্কুল ভায়া আংগারিয়া পুলিশ ফাঁড়ি সড়ক, ৪১ লাখ ৬৯ হাজার ১১২ টাকা ব্যয়ে পুলিশ লাইন হতে আংগারিয়া বাজার পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদার সড়ক, ৭২ লাখ ৮ হাজার ৪৫৮ টাকা ব্যয়ে ব্রাক অফিস সওজ রাস্তা হতে সাবেক কমিশনার আবুল হোসেন সরদার বাড়ী পর্যন্ত সড়ক, ৩২ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা ব্যয়ে শরীয়তপুর সদর হাসপাতাল হতে অনু চৌধুরীর বাড়ী পর্যন্ত সড়ক, ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ১৩০ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড হতে স্বর্ণঘোষ-নীলকান্দি সড়ক ও ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৮১১ টাকা ব্যয়ে পুলিশ লাইনের পূর্বদিক হতে ধানুকা বায়তুল আমান মসজিদ পর্যন্ত সড়ক উদ্বোধন করেন এমপি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারী, প্যানেল মেয়র-২ হোসেন মোহাম্মদ আলমগীর প্রমূখ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/হিমেল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর