লালমনিরহাটের পাটগ্রাম বাজার এলাকা থেকে একজন এবং একই জেলার কালিগঞ্জ থানার বটতলা থেকে জেএমবির আরেকজন সদস্যকে আটক করেছে বরিশাল র্যাব-৮। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে র্যাব।
আটককৃতরা হলো- লালমনিরহাটের পাটগ্রামের পন্ডিতের বাড়ির মো. আবুল কালামের ছেলে মো. লাবু হোসেন (২৩) এবং একই জেলার দক্ষিণ ভোটমারী নাককাঠি ডাঙ্গা গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৩০)।
আটক লাবু ও বক্কর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য লালমনিরহাট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে দেয়ার পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিল।
আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাাপাশি তাদের সহযোগিদের আটকের চেষ্টা চলছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৮’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার