একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গানে বাধা দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলামকে জেলার ভোলাহাট উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলাহাট উপজেলা প্রেস ক্লাবে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল হক চুনু। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ জানুয়ারি উপজেলার মুশরিভূজা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নবীণ বরণ ও এসএসসির বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে এক ছাত্রী বঙ্গবন্ধুকে নিয়ে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি গাইতে গেলে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। জোর করে ওই ছাত্রীকে স্টেজ থেকে নামিয়েও দেওয়া হয়। ওই ঘটনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা হয়েছে উল্লেখ করে সংসদ সদস্য আমিনুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জাতির পিতাকে অসম্মান করার অপরাধে তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়। এ ব্যাপারে সংসদ সদস্য মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/আল আমীন