ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের এক গাছ ব্যবসায়ীকে আজ দুপুরে পাকা সড়কে গাছ রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।
আদালত সূত্রে জানা যায় গুনবহা গ্রামের গাছ ব্যবসায়ী মো. ইনামুল হক গুনবহা তালতলা পাকা সড়কে গাছের গুড়ি ফেলে রাখে। এতে পথচারীদের চলাচলে নানা সমস্যা সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০এর ২৯১ ধারায় জরিমানা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার