রংপুর সদর উপজেলার পাগলাপীরে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলার আসামি বুলবুল ইসলাম সম্রাটকে ১০ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় পাগলাপীর বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে প্রভাবশালী ওই পরিবারের পক্ষ থেকে আপোষ করার জন্য ভিকটিমের ওপর চাপ ছিল।
রংপুর সদর কোতয়ালী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জামান জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের কোন ধরনের গাফিলতি ছিল না। সাড়াশি অভিযান চালিয়েই তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আনোয়ার হোসেন জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত সম্রাটকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার