কুমিল্লার সদর উপজেলার আনন্দপুরে বাড়ির সীমানার বিরোধের জের ধরে মোক্তার হোসেন নামের (৪৫) এক প্রবাসীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মোক্তার হাসেন গ্রামের আবদুল ওহাবের বড় ছেলে। প্রতিপক্ষের হামলায় আহত তার আরও দুই ভাই ইমাম হোসেন (৩৫) ও মো.খোকনকে (২৮) কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের জেঠাতো ভাই মিজানুর রহমান জানান, প্রতিবেশী ওয়াজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া ওরফে কালার সাথে সীমানা দেয়াল নিয়ে মোক্তারদেও পরিবারের বিরোধ চলছিলো। এনিয়ে সন্ধ্যায় কালা, তার ছেলে ইউসুফ, চাচাতো ভাই সুমন মিয়াসহ কয়েকজন মোক্তার হোসেনের ঘরে এসে হামলা চালায়। গুরুতর অবস্থায় তিন ভাইকে কুমেক হাসপাতালে নেয়ার পথে মোক্তার মারা যান।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, সম্পত্তির বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জেনেছি রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার