নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবদুল গোফরান ভুঁঞা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল সভাপতি ও সম্পাদকসহ ৭টি পদে নির্বাচিত হয়েছেন। এরা হলেন সহ-সভাপতি অ্যাড. মো: আবদুর রাজ্জাক, সহ সম্পাদক মো: ইসমাইল ফয়েজ উল্লাহ রাসেল, সদস্য পদে আবুল হোসেন রাজু, জাহাঙ্গীরুল ইসলাম ও মো: নাসির উদ্দিন রাজু।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে (নীল দল) সহ-সভাপতি অ্যাড. এনামুল হক হাজারী, সহ-সম্পাদক মতিউর রহমান রুম্মান, কোষাধক্ষ লিয়াকত আলি খান, আপ্যায়ন সম্পাদক আবদুল কাদের, লাইব্রেরী সম্পাদক মশিউর রহমান পারভেজ, ক্রীড়া সম্পাদক আব্বাস আলী খান ও সদস্য পদে আবদুল্লাহ আল মামুন ও হিরণসহ ৮ জন নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন অ্যাড. সামছুল আলম। মোট ভোটার সংখ্যা ছিল ৪৮৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৮১ জন।
বিডি প্রতিদিন/হিমেল