ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে ঝাড়ু মিছিল করেছে ইউনিয়নবাসী।
শুক্রবার বেলা ১১টার দিকে গোপালপুর বাজার থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্দ জনগণ।
এসময় গোপালপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষুব্ধ কয়েক হাজার মানুষ দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার করেন। বিক্ষোভ সমাবেশে স্থানীয়রা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নির্বাচনের আগে ইনামুল হাসান কোরআন শরীফ ছুয়ে শপথ করেছিলেন, নির্বাচিত হলে কোন দুর্নীতি-স্বজনপ্রীতি করবেন না। কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই সে দুর্নীতির পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদের এমন কোন খাত নেই যেখান থেকে সে অবৈধভাবে টাকা না নিচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন, অসহায় দুস্থদের জন্য আসা বরাদ্দকৃত ঘরগুলো টাকার বিনিময়ে তিনি বরাদ্দ দিয়েছেন। এছাড়া বয়স্কভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারী সহায়তার চাল ও অর্থ লোপট করেছেন।
এসব অভিযোগের বিষয়ে গোপালপুর ইউপি চেয়ারম্যান এনামুল হাসান বলেন, এলাকার রাজনীতি নিয়ে একটি পক্ষ মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে এসব কর্মকাণ্ড করছে। তারা কৃষক লীগের কেন্দ্রীয় এক নেতার কথা মতো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল