লালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গোলবাহার নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া অন্য মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। নিহত গোলবাহার উপজেলার দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের গোমর উদ্দিনের ছেলে। আহতরা হলেন দহগ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ও হামিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন গোলবাহার। পথে পাটগ্রাম থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন আরোহী খাদে পড়ে যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত গোলবাহারকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান গোলবাহার।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আহত দুজনই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন