ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জুয়ার টাকাসহ চার জুয়াড়িকে আটক করে দণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুর বাজারের পূর্ব পাশে আব্দুল ওহাব বিশ্বাসের বাড়িতে একদল জুয়াড়ির টাকার বিনিময়ে জুয়া খেলার খবর পেয়ে নগদ ২৯ হাজার একশ দশ টাকাসহ ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে আটক করা হয়। এরপর অবৈধ জুয়া খেলার অভিযোগে ১৮৬৭ সালের জুয়া আইনে আটককৃত ওই ইউনিয়নের রামনগর গ্রামের ইদ্রিস ঠাকুরের ছেলে বাবলু ঠাকুর (৪০), সৈয়দপুর গ্রামের মো. ইব্রাহিম বিশ্বাসের ছেলে মো. আহাদুজ্জামান (৪৭), মৃত মো. পাচু শেখের ছেলে মো. নাসির শেখ (৪১) ও লাল মিয়ার ছেলে ইস্রাফিল মিয়া (২৭) প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
ইউএনও জানান, জুয়ার আসর থেকে জব্দ করা নগদ টাকা সরকারি কোষাগারে জমাসহ আটককৃতদের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ