বগুড়া গণপূর্ত বিভাগের চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে ক্ষণ গণনার ঘড়ি এবং বঙ্গবন্ধুর ম্যুরালের ফলক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকালে ঘড়ি এবং বঙ্গবন্ধুর ম্যুরালের ফলক উন্মোচন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম। পরে গণপূর্ত অধিদপ্তরের বগুড়া সার্কেল ও বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান প্রকৌশলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এতে সাংবাদিকসহ সকল স্তরের মানুষকে সহায়তা প্রদান করতে হবে। উত্তরাঞ্চল এখন মঙ্গার অঞ্চল নয়। এটা এখন সমৃদ্ধির অঞ্চল। সরকার উত্তরাঞ্চলকে গুরুত্ব দিয়েছেন বলেই দুই জন সাংগঠনিক সম্পাদক দিয়েছেন। বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বগুড়ায় অর্থনৈতিক অঞ্চলের কাজ এগিয়ে চলছে। বিভিন্ন অবকাঠামো নির্মাণ হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক মো. আব্দুল গোফ্ফার। এসময় আরও বক্তব্য রাখেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাকি উল্লাহ, কর্মচারী ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম, ডিপ্লোমা প্রকৌশল সমিতির সহ-সভাপতি রবিউল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান।
ঠিকাদারদের মধ্যে বক্তব্য রাখেন এস এম শাহজাহান, কামরুল আলম রিপু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড. রেজাউল করিম মন্টু, অ্যাড. মুকবুল হোসেন মুকুল। ক্ষণ গণনার ঘড়ি এবং বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন