জয়পুরহাটে বস্তাবন্দি অবস্থায় একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম ইরাম হোসেন (৫)। শুক্রবার সকালে জয়পুরহাটের সদর উপজেলার চকশ্যামে ওই শিশুর বাড়ির পাশের ঝোপঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়। ইরাম হোসেন সদর উপজেলার চকশ্যাম গ্রামের এনামুল হোসেনের ছেলে।
নিহতের পরিবার জানায়, গতকাল দুপুরে ইরাম অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে আর ঘরে ফেরেনি। অনেক খুঁজেও তাকে না পেলেও সন্ধ্যায় সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহরিয়ার খান বলেন, শুক্রবার সকালে নিহতের স্বজনরা বাড়ির পাশে ঝোপঝাড়ে খুঁজতে গিয়ে ইরামের লাশ বস্তাবন্দী অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ওসি জানান, এ ব্যাপারে নিহতের বাবা এনামুল হোসেন বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে প্রতিবেশী রেজাউল ইসলাম এবং তার ছেলে রাজু ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রাজু হত্যার কথা স্বীকার করেছে। শিশুটিকে বলৎকার করতে ব্যর্থ হয়ে রাজু খুন করেছে বলে জানিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন