ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সাপের কামড়ে আক্কাস আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হামিরহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আক্কাসের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, চাচা আক্কাস আলী সকালে বাড়ির পাশে মাটি কাটছিলেন। এ সময় একটি সাপ গর্ত থেকে বের হয়ে আসে। ওই সময় চাচা আক্কাস আলী সাপটি ধরে হাঁড়িতে ঢুকাতে গেলে তাকে কামড় দেয়। এরপর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু স্বজনরা তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে গ্রামের ওঝার কাছে নিয়ে যান। সেখানে চাচা আরও বেশী অসুস্থ হয়ে যান। আবারও তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবিনা পারভীন জানান, সকালে রোগী আক্কাস আলীকে ভর্তি করার পর চিকিৎসা দেওয়ার আগেই স্বজনরা রোগীকে নিয়ে চলে যান। ফের বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়। কারন হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ