মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৪টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন। এছাড়া সাধারণ সম্পাদকসহ ১১টি পদে আওয়াীলীগ সমর্থিত প্রার্থী জয় লাভ করেছেন।
নির্বাচিতরা হলেন সভাপতি পদে বিএনপি সমর্থিত ও মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক জাফর আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান পিপি সিদ্দিকুর রহমান সিং, জুনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত এইচ.এম. জুবাইর হোসেন, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত গোলাম কিবরিয়া হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে বিএনপি সমর্থিত মহিদুল ইসলাম, সম্পাদক আপ্যায়ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ সমর্থিত মাহবুব হোসেন সরোজ, কোষাধ্যক্ষ পদে বিএনপি সমর্থিত মিজানুর রহমান, সম্পাদক মহরার পদে আওয়ামীলীগ সমর্থিত মাহবুব হোসেন সাকিল, সম্পাদক লাইব্রেরী পদে বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম শামিম।
এছাড়া কার্যকরী সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত আমিনুল ইসলাম খান, জাফর ইমাম সুজন, হানিফা বেপারী, জহিরুল ইসলাম বাদল ও সোহেল আলম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ২৪৯ ভোটের মধ্যে ২৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশনার ফোরহাদুল ইসলাম জানান।
বিডি প্রতিদিন/হিমেল