সৈয়দপুর-দশমাইল মহাসড়কের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় সৌদি আরব প্রবাসী আবু হানিফ নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।
নিহত সৌদি প্রবাসী আবু হানিফ (৫৫) চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ি গ্রামের শাহাপাড়ার আব্দুল করিমের ছেলে এবং ২ কন্যা সন্তানের জনক।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর-দশমাইল মহাসড়কে আলোকডিহি ইউনিয়নের বেকীপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাইসাইকেল চালক আবু হানিফ রাণীরবন্দর বাজার থেকে তার নিজ বাড়িতে যাওয়ার সময় বেকীপুল নামক স্থানে অজ্ঞাত দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আবু হানিফ গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত আবু হানিফকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল