বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর পাশে বাদতলী খাল থেকে শনিবার সকালে হরিণের মাংসসহ আসদুল জমাদ্দার (৩৫) নামে এক চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। আটক চোরা শিকারীর বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী এলাকায়।
সুন্দরবন বিভাগ জানায়, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর পাশে শনিবার সকালে বাদতলী খাল এলাকায় হরিণ শিকারীরা চোরাই শিকারীরা অবৈধভাবে বনে প্রবেশ করেছে এমন খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত অভিযানে নামে। বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণের মাংস, ফাঁদ ও একটি নৌকাসহ আসদুল জমাদ্দার (৩৫) নামে এক চোরা শিকারীকে আটক করে। এ সময়ে তার সাথে থাকা অপর দুই চোরা শিকারী দৌড়ে সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। পালিয়ে যাওযা দুই চোরা শিকারীকে আটকে বনরক্ষীরা অভিযান চালাচ্ছে বলে দাবি করেছেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা (এসও) মো. কামরুল হাসান।
আটক চোরা শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষনিকভাবে হরিণের মাংসের পরিমান জানাতে পারেনি তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ