নেত্রকোনার নারীদের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টায় কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী কান খসরু।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী, পৌর মেয়র নজরুল ইসলাম খান মন্ত্রী পত্নী কামরুন্নেছা আশরাফ দীনা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই কলেজ বার্ষিকী ২০২০ ‘মনন’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। পরে কলেজ কতৃপক্ষ অতিথিদের সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষাথীরাই গান নৃত্য আবৃত্তি পরিবেশন করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ