জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার মালজোড়া গানের প্রর্বতক বাউল সম্রাট রশীদ উদ্দিন স্মরণে ১৩২তম জন্মোৎসব উপলক্ষে নেত্রকোনায় বাউল মেলা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বাউল রশীদ উদ্দনি একাডেমির উদ্যোগে শুক্রবার রাতভর বাউল মেলায় গান করেন প্রখ্যাত বংশীবাদক প্রয়াত বারী সিদ্দিকীর একমাত্র কন্যা ইলমা সিদ্দিকী ও স্থানীয় বাউল শিল্পীরা।
শুক্রবার সন্ধ্যা থেকে শহররে রাজুর কলজেয়িটে স্কুল প্রাঙ্গণে এই বাউল মেলা অনুষ্ঠিত হয়। রাত আটটার দিকে বাউল মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। রাতভর বাউল গান শুনতে আশপাশ এলাকার অসংখ্য নারী পুরুষরা ছুটে আসেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ