প্রতিবছরের ন্যায় এবছরও শনিবার শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর শ্মশানে মাকরী সপ্তমী মহাপূর্ণ স্নান উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয়। এবছর আবহাওয়া ভালো এবং পরিবেশ অনুকূলে থাকায় ব্যাপক ভক্তদের আগমন ঘটে।
সারাদেশ থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী পূণ্য লাভের আশায় পবিত্র গঙ্গার পানিতে এ দিনে সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্নান করে করে থাকে।
হিন্দুদের এ গণজমায়েতকে উদ্দেশ্য করে ঘাট এলাকায় এবছরও ৩ দিনব্যাপী গড়ে উঠেছে মেলা।
তবে এবছর সরকার পাগলা নদীটি খনন করায় পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এবার ভক্তদের সমাগম বেড়েছে। আয়োজকদের ধারনা এবছর ২ লক্ষাধিক ভক্তের সমাগম হবে।
বিডি প্রতিদিন/হিমেল