গলাচিপার পৌর ফেরীঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে ৩২ মণ জাটকা জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম।
এসময় বিক্রির উদ্দেশ্যে জাটকা আনার অপরাধে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মো. সরোয়ার (৩৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত সরোয়ারকে বিনাশ্রমে এক বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেয় এবং জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ